ঐ পশ্চিমা শকুন, হায়েনার দল
বাংলায় করিতো শোষন নির্যাতন,
অসহায় বাঙ্গালীদের বাঁচাতে
বঙ্গবন্ধু করেছেন আন্দোলন অনশন।
বঙ্গবন্ধুর স্বপ্ন শাসক হতে নয়
চেয়েছেন বাংলায় স্বাধীনতা সুখ-শান্তি,
তাতে শোষক হায়েনার কাছে
পেয়েছে কত নির্যাতন কষ্ট ভোগান্তি।
ঐ কাক শকুনের দল ২৫মার্চ কালো রাত্রে
বাঙ্গালীদের উপর ঝাপিয়ে পড়ে,
ঐ সময় ঘুমন্ত নিরস্ত্র
হাজারো বাঙ্গালী যায় মরে।
বঙ্গবন্ধু ঐ রাত্রে ওর্য়ালেস যোগে
মহান মুক্তিযুদ্ধের দেন ঘোষনা,
সেই ডাকে মুক্তিযুদ্ধ শুরু করে
বাংলার দামাল মুক্তিসেনা।
লাগো শহীদের রক্ত ও নারীর
সম্ভ্রম হারিয়ে বাংলাকে শত্রæমুক্ত করে,
স্বাধীন বাংলার পতাকা হাতে নিয়ে
অদম্য সাহসী মুক্তিকামীরা ঘরে ফেরে।
হায়েনার দীর্ঘদিনের শোষন ও আক্রমনে
বাংলার অর্থনীতি হয়েছিল একদম অচল,
সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধুর
ঐকান্তিক প্রচেষ্টায় অর্থনীতি হয় সচল।
স্বাধীন বাংলার অগ্রগতি ঠেকাতে
দেশী-বিদেশী দোসরদের কু-মন্ত্রনায়,
স্বাধীন বাংলাদেশের ¯’পতি
শত্রæর হাতে সপরিবারে শহীদ হয়।
বঙ্গবন্ধু না থাকলে
এদেশ হতো কাশ্মির বা ফিলিস্তিন,
তাই তো জাতির জনকের কাছে
এ জাতির রয়েছে অনেক ঋন।