“কর একটু করুণা “

থমকে গেছে দেখ ব্যস্ত পৃথিবী
থমকে গেছে গ্রাম-শহর,
চাতকের মতো আজ রয়েছি চেয়ে
কেটে যায় কতনা প্রহর।

তোমার বসন্ত এসে চলে যায়
পাখিরা গেয়ে যায় গান,
অপরাধী আজ আটকা পাপের জালে
হয়ে গেছে সব ম্লান।

আজই এতটুকু দয়া পায়নি অসহায়
বারুদে ছিন্নভিন্ন কত শিশু,
এক মুঠো অন্ন জোটেনি তাদের
পারিনি তাতে করিতে কিছু।

তোমার বিধান আজ তামাশার বস্তু
জালিমেরা করে কত অপমান,
মুনাফিকের দল কতক আলেমের বেশে
সত্যকে করেছে খান খান।

রাক্ষসের দল যত রঙ্গিন চাদরে
ঢাকিয়া রেখে তাদের মুখ,
আড়ালে তারা খায় রক্ত চুষে
পায় তারা কত সুখ।

জমদূত আজ দেখ মারিছে উঁকি
তবু নই ভীতু আমি,
শুধু মোর পাপ করে দাও মাপ
ওগো মোর অন্তঃযামী।

তুমি মহা বিচারক শ্রেষ্ঠ বিশ্লেষক
ওগো মোর পরম দয়াময়,
কর তুমি মোদের একটু করুণা
আজ মোরা বড় নিরূপায়।