শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করলেন হুইপ আতিক

“মুজিববর্ষে আহŸান, তিনটি করে গাছ লাগান” এই ¯েøাগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির ১২ আগস্ট বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মহসীন আলী আকন্দ, মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদ, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃক্ষ রোপণ শেষে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।