চুরি লুট ও সস্ত্রাসী মামলা তুলে নিতে বাদীদ্বয়কে হুমকী দেওয়ার অভিযোগ বেড়ায়

স্টাফ রিপোর্টারঃ বেড়া উপজেলার বাগজান গ্রামের মৃত আঃ বারি মোল্লার ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, লুট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সাঁথিয়া থানায় এবং পাবনার সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা তুলে নিতে বাদীদ্বয়কে বিভিন্ন ভাবে হুমকী ধামকী ও ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেহেদী হাসান খানের সাঁথিয়া থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে কাশিনাথপুর মোঃ শের আলী শেখের ভাড়া বাসায় বাদীর স্ত্রী দীর্ঘদিন দূরারোগ্য মানসিক ব্যধিতে আক্রান্ত হয়ে আতœহত্যা করে। পরবর্তীতে উপরোল্লিখিত আসামী নজরুল ইসলাম (৬০) হাফসা খাতুন এর মৃত্যুর বিষয়ে বাদী( মেহেদী হাসান খান) এর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাকে পুলিশে ধরিয়ে দেয়। এ সময় বাদীর ভাড়া বাসার মেইন গেট তালাবদ্ধ ছিলো। পরের দিন ১২ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে বেড়া থানার বাগজান গ্রামের মৃত বারী মোল্লার ছেলে নজরুল ইসলাম , নজরুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার,নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ নিয়নসহ ১০/১৫ জনের একটি দুস্কৃতিকারীদল বাদীর বাসার মেইন রুমের দরজার তালা ভাঙ্গিয়া রুমের ভিতর অনুপ্রবেশ করে আলমারি ভাংচুর করে। সন্ত্রাসীরা বাসায় রাখা নগদ ৫ লক্ষ ১০ হাজার ৩৪০ টাকা, ২ লক্ষ ১৫ হাজার ৫শত টাকার একটি মোটর সাইকেল যার নং পাবনা ল ১২ ২১৮৬, ৩ ভরির একটি স্বর্ণের শিতাহারসহ ২৯ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণের গহনা, এক লক্ষ টাকার রুপার গহনা, ২ টা ফ্রিজ,১টা এসি, স্মার্ট টিভি, আইপিএসসহ সর্বসাকুল্যে ৩৭ লক্ষ ৭২ হাজার ৩ শত ৪০ টাকাসহ ঘরে থাকা উল্লেখিত মালামাল লুট করে নিয়ে যায়। সেই সাথে ৬০/৬৫ টি কোর্ট ফাইলে রক্ষিত বিভিন্ন জমির কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি হত্যামালা থেকে জামিনে মুক্তি পেয়ে গত ৯ মার্চ সাঁথিয়া থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন মেহেদী হাসান খান। অপরদিকে ২০০২ সালের আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ ( দ্রুত বিচার) এর ৪ ও ৫ ধারায় পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে উক্ত নজরুল গং এর বিরুদ্ধে অপর মামলাটি করেছেন বেড়া উপজেলার আমিনপুর থানার টাংবাড়িী গ্রামের মোজেদুল হোসেন রঞ্জু । যা বিচারাধীন। এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকী প্রদর্শন করা হচ্ছে বলে বাদীগণ জানান।