আদর্শ মা মনি


মেজবাউল হাসান

মা গো তোমা হতে জন্ম আমার
তুমিই করেছ লালন পালন
তুমিই আমার সকল মুলে
তোমাতেই গড়া আমার জীবন।

কত কষ্ট কত দুঃখ সয়েছ
আমায় লালন করতে যেয়ে
কত স্নেহ মায়া-মমতায় গড়েছ
তোমার সোনামনিকে পেয়ে।

মা তোমার স্নেহে বড় হয়েছি
তোমার শিক্ষায় পূর্ণ আমি
তুমি আমার আদর্শ মা মনি
আমার সাফল্যের সবই তুমি।

তোমার জঠরে জন্ম নিয়ে আমি
হয়েছি আজ গন্য মান্য
তোমারই শিক্ষায় শিক্ষা নিয়ে
সন্তান তোমার আমি ধন্য।

শত কষ্ট দিয়েছি মা তোমায়
বুঝের অভাব ছিল শত
ক্ষমা করে দাও মা তুমি
তোমার খোকার অপরাধ যত।