বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও পেনশনের দাবিতে রাজশাহী বিভাগীয় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের মতবিনিবাস সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির সদস্যচিব বাবুল হোসেন, যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ ও হুমায়ুন কবির, সাবেক দপ্তর সম্পাদক আতাউর রহমান আতা ও সদস্য বাবুল হোসেন সরদার বক্তব্য রাখেন।
