তোমার কাছাকাছি এসে দেখি

এনামুল হক টগর

কতো নদী,কতো সাগর,কতো পাহাড় পর্বত মরুভূমি,
আর কতো নগর ও সবুজ ফসলের মাঠ পেরিয় গ্রাম,
একা একা বহুদূর পথ পাড়ি দিয়ে এসে দেখি সেই অতীত দিগন্ত নীলিমা-
আর স্মৃতিময় সৈকতে তাকিয়ে বিস্ময় বেদনা
তুমি নেই তুমি নেই শুধু প্রতারণা ও ছলনা!
এই মনের গভীরে তুমি যেন জ্বালিয়ে দিয়েছো এক মিথ্যা ভালোবাসার যন্ত্রণা,
অবিশ্বাসের বেদনা ব্যথা আর ধোঁকাবাজের কলা-কৌশল।
তুমিহীন আমাদের সেই পুরাতন বেলাভূমির বালুতটে এখন শুধুই বিরহ ও বিচ্ছেদের অনল,
বিপন্ন ও বিষণ্ণ যন্ত্রণার ধূঁ ধূঁ মরিচিকার দহনে বিহবল!
সেই অতীত বিদগ্ধ যুগল হাত দিয়ে এই সৈকতে আমারা দুজন,
যে ভালোবাসার কথা লিখেছিলাম অতীতে,তা যেন মুছে গেছে তুফান,
ঝড় আর অসংখ্য ঢেউয়ে ঢেউয়ে আর প্রবল বর্ষার বিপন্ন দহনে।
তারপরও বহুদিন ও বহু যুগ পর আমাদের প্রেমটুকো
বুকে নিয়ে ক্ষণিক উদয়,
আবারও এসেছি ফিরে সেই বালুচরের ইতিহাস তীরে অবাক বিস্ময়!
আজন্ম যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত এই শরীরে আমি এখনও অক্লান্ত দেশপ্রেমে প্রেমময়।
বিপুল সংগ্রামী ও সাম্য অধিকার মিছিলে মানবতার দিকে দিকে কর্ম পরিচয়,
কতো ভয়ানক পথে আমি এখনে হেঁটে যাই অসংখ্য ধ্বংসস্তুপ,
আর রক্তাক্ত মৃত্তিকা পেরিয়ে শুধু মানুষের সেবা কল্যাণ সূচনার ক্ষুধামুক্ত রূপ।
কিন্তু তোমাকে খুঁজতে খুঁজতে নির্দিষ্ট গন্তব্যে এসে দেখি তুমি নেই তুমি নেই!
শুধু শূণ্য হাহাকার প্রতারণা ও ছলনার অবিশ্বাসে মরিচীকার ধোঁকা অথই!
কি নির্বাক সেই অতীত স্মৃতিময় ঠিকানা ও দিনগুলো এখনে শুধুই বিষাদ,
ভালোবাসাহীন পরিত্যক্ত দুঃখ আর বেদনা ভরা ক্ষত-বিক্ষত বিবাদ।
সেই সাগর কুলের ভালোবাসা এখন শুধুই ব্যথাত স্মতি
আর অচিন বাউলের এক তারা সুরে বিচ্ছেদর বিরহ গীতি।
হয়তো তোমার চলমান রোমান্টিক জীবন ও সময় এখন রঙ্গিন জলসা ঘরে ব্যস্ত,তাই তুমি ভুলে গেছো জীবনের কথাগুলো নিশ্চয়,
এখানে ফিরে আসার প্রতিশ্রুতি কথা বিশ্বাস ও বিবেক।
সেই স্নেহময় দিন ও মমতাময় রাত আজ তাই অবাক,
গভীর প্রেম প্রীতি ও ভালোবাসা এখন শুধুই বিষে জর্জর।
কিন্তু তুমিতো জানো,হে কৌশলী ও ছলনাময়ী প্রিয়তমা হারানো দিনের বিরহ সুর ?
আমি এখন আর তোমার জন্য অপেক্ষা বা প্রতিক্ষা কিছুই করি না নিজে সবল দৃঢ় দীপ্ত!
শুধু তোমার কাছে ওয়াদা ও প্রতিশ্রুতি দেওয়ার কারণেই প্রেমের পথে এসেছি সত্য।
তুমি হয়তো জানো,আমি এখনো আগের মতোই প্রতিশ্রুতি রক্ষা করি জীবনের বিদগ্ধ নীতি!
যে ভাবে পূর্বে ও অতীতে তোমাকে কথা দিয়ে প্রতিটি ভোরে বা সকালে-
তোমার জন্য সদ্য গোলাপ এনে দিতাম ভালোবাসার এক বিশ্বাসী সংস্কার আলো।
কিন্তু এখন আমি সময়ের দক্ষ ও বিজ্ঞানে অভিজ্ঞ এক নিপুণ কারিগর,
নিত্য অভাব অনাহার ও দরিদ্র ক্ষুধায় আবাদ করি আর জীবনের জন্য নির্মাণ করি মূল্যবান পণ্য সামগ্রী কল্যাণ নূরী,
শুধু পুরাতন স্মৃতি ও মধুময় প্রেমের কাণেই তোমার প্রতি ছিল আমার,
প্রবল বিশ্বাস আর বিপ্লবী জীবনের আর্দশ ও ভালোবাসার গতি সুন্দর।
কিন্তু তুমি এখন সব ভুলে গিয়ে নগরের উঁচু-বিত্তশালায় মদের উৎসবে দিওয়ানা এক মাতাল রাজ্যের রূপসীনি বে-আশেক বিস্ময়।
কিন্তু আমি এখন আধুনিক আবাদের মাঠে নতুন ফসল ফলাই আর পণ্য উৎপাদন করি সেবায়।
জাতির আগামী ক্ষুধামুক্ত জীবন শক্তির মহা-কল্যাণে ও আমার কর্মে দেশ ও সমাজ হচ্ছে উদয়।
আর সময়ে উৎপাদনগুলো পৌছে দেই গ্রাম নগর আর মানুষের কাছাকাছি সেবায়।
শোন হে আর্দশহীন প্রিয়তমা,আমি এখনো তোমাকেই ভালোবাসি ব্যথিত এই হৃদয়ে!
ঠিক আগের মতোই কিন্তু তোরার প্রতিশ্রুতি ভঙ্গ আর অবিশ্বাসী কথা ও মিথ্যা ছলনাকে ঘৃণা করি প্রবল যন্ত্রণায় হাহাকার।
তুমি না আসলেও আমি কিন্তু এসেছি এই দ্বীপে একাই,
তুমিহীন আমি আবার ফিরে যাচ্ছি পৃথিবীর দিকে দিকে কল্যাণ সংস্কার চেতনা সর্বদাই।
সমগ্র জগতে আমি উৎপাদন করবো জীবন চাহিদার নতুন নতুন শস্য ও পণ্য অথই।
০৫/০৮/২০২০