নাটোরে চামড়ার মূল্য পাচ্ছেনা ফড়িয়ারা। তাদের কেনা দাম ও পাচ্ছেন না তারা। ফলে অনেকে পুজি হারিয়ে পথে বসবেন।
জানা যায়, ফড়িয়ারা গতকাল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরুর চামড়া ৫ থেকে ৭’শ টাকা করে এবং খাসির চামড়া ৩০ থেকে ৪০ টাকা পিস ক্রয় করেছেন। আজ রবিবার সকালে বেলঘরিয়া চামড়ার আড়তে বিক্রির জন্য নিয়ে গেলে গরুর চামড়া প্রকার ভেদে ১০০ টাকা থেকে ৬০০ টাকা দরে এবং খাসির চামড়া ১০ টাকা থেকে ৩৫ টাকা দরে আড়তগুলোতে কেনা বেচা হচ্ছে।
ফলে অনেকে পুজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। সাদেক নামে একজন জানান, তিনি লাভের আশায় বাড়ি বাড়ি ঘুরে চামড়া কিনেছিলেন। এখন তিনি পুজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।অনেকে চামড়ার দাম না পেয়ে আড়তগুলোর সমানে ফেলে রেখেছেন।
আড়ৎদাররা বলেন ভাল চামড়া পেলে তারা ভাল দাম দিয়েই চামড়া ক্রয় করেছেন কিন্ত সব চামড়া একদামে কেনা সম্ভব নয়। কোয়ালিটি অনুযায়ী গরু ও খাসির চামড়া দাম কমবেশী হবেই। তবে তারা স্বীকার করেন, সর্ব্বোচ্চ খাসির চামড়া ৪০ এবং গরুর চামড়া ৭শ টাকা দরে কিনছেন। সাইজ ও মান অনুসারে চামড়ার দাম কমবেশী হচ্ছে।
উলেখ্য সরকারীভাবে গরুর চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং খাসির চামড়া ১০ থেকে ১২ টাকা ফিট নির্ধারণ করে দিয়েছে সরকার।