দুর্গাপুরে রাতের আঁধারে বন বিভাগের গাছ কর্তন

জেলার দুর্গাপুরে বন বিভাগের রোপনকৃত সরকারি বাগান থেকে রাতের আধাঁরে মুল্যবান গজারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে নলুয়াপাড়া এলাকার বাগান থেকে এ গাছ কাটা হয়।

এ নিয়ে শনিবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, নলুয়াপাড়া এলাকার গজারী বাগান থেকে একাধিক গাছ কেটে নেয়ার খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয়রা এগিয়ে গেলে কর্তনকৃত ৫টি গজারী গাছ ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এর নের্তৃত্বে গাছ গুলো বন বিভাগ অফিসে আনা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ি বলেন, স্থানীয়দের সহায়তায় দলীয় অফিস তৈরীর নাম করে সরকারী বাগান থেকে প্রায়ই গাছ কর্তন করে ব্যবসা করছে, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এ নিয়ে বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আমাদের জনবল অনেক কম, ঈদের সময়ের সুযোগ বুঝে চোরাকারবারিরা এ ধরনের কাজ করতে পারে। তবে আমরা সতর্ক আছি।