নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিজের ভিটেমাটিতে গাছ কাটতে গিয়ে ইউক্যালিপটাস গাছের নিচে চাপা পড়ে মাসুদ আলী (৩৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার বিয়াশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষক বিয়াশ কারিগর পাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে ও ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক বলে জানা গেছে।
নিহত শিক্ষকের মামাতো ভাই ও স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেন জানান, শিক্ষক মাসুদ আলী তার দুই ভাইয়ের সাথে বাড়ির পাশের্^র নিজের ভিটামাটিতে লাগানো ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। একটি কাটা গাছ পাশের্^র তাল গাছে আটকে গেলে সেটি নামানোর সময় গায়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া খাতুন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।
