কোরবানির প্রেম ও মহিমা

এনামুল হক টগর

কোরবানি তোমার মহান রবের সত্য প্রেম ও ভালোবাসা
যা ত্যাগের বিনিময়ে আল্লাহর মহিমায় নৈকট্যের প্রাপ্ত দ্বীনের অমরত্ব লাভ অশেষ!
জীবিত থাকতেই মৃত্যুকে জয় করো মহান আল্লাহর ও নবীর তরিকার ইবাদত ফানায়!
মহৎ জীবনের ইচ্ছেকে বিশ্ব-প্রভুর মহান ইচ্ছের সাথে মিলিয়ে দাও সৎ চেতনায়।
লাইলাতুল কদরের সাথে কোরবানি চাঁদের রাতগুলো মেলাও দ্বীন ও নবীর পরিচয়,
মনের আবরণে কুয়াশার ধোঁয়াশা ও কঠিন আঁধার ভেঙে রবের আলো করো উদয়।
কোরবানি দেওয়ার আগে লোভ লালসা বিদ্বেষ ক্রোধ ভুলে ত্যাগী হও মুমিন সবরকারী!
আমিত্ব ও অহংকারকে নফসের সিংহাসন থেকে টেনে বের করে বিলিন হও আল্লাহর পথে বিভোর।
তারপর তুমি সাধনা ও তপস্যায় মরার আগেই মরে যাও মহান রবের প্রেমে একগ্র দিদার!
নফস মৃত বা পরাস্ত হলেই দেখবে জীবন থাকতেই মৃত্যুর স্বাদ চিনে নেওয়া যায় আমরত্ব সুধা মধুর!
নফসের সিংহাসনে বসে মহান আল্লাহর নামে জিকির করতে করতে কোরবানী দাও মহা-প্রেমের।
আল্লাহর স্মরণে দ্বীনের আহবান করো বিদগ্ধ প্রেম ও ভালোবাসার দাসত্বে একাকার-
তবেই কোরবানির তাকওয়া ও প্রেম মহা-আরশ অধিপতির কাছে পৌঁছে যাবে নিশ্চয়!
পূর্ণ ধর্মের সেবা কল্যাণ ইবাদত আমল ও ভালোবাসা হৃদয়ে প্রজ্বলিত হবে নূরে উদয়!
রক্ত-মাংসের চেয়ে উত্তম আল্লাহর প্রেম ও ভালোবাসা।
কোরবানির তরবারি হাতে নিয়ে তোমরা ধৈর্যশীল হও আর মহান রবের দয়া প্রাথনা করো অশেষ।
জীবনের ভেতরেই মৃত্যুর স্বাদ গভীর ভাবে অনুভব উপলব্ধি করতে থাকো মহাচৈতন্যে!
দেখবে লোভ লালসা আর অহংকার ভেঙে কোরবানির মহিমায় জেগে উঠছে মহান রবের স্মরণ!
আর প্রেম ও ভালোবাসা হয়ে উঠছে সঠিক সত্য ও ভক্তিতে অনুশীলন আল্লাহর দোয়ায়!
কোরবানিকে কেউ কেউ মাংস খাওয়ার উৎসব ভাবে লোভে ও লালসায় বিস্ময়!
তারা ধর্মের আর্দশকে সুফারশিয়াল বা পল্লবগ্রাহী করে তুলতে চায় জীবন অনল,
ভণ্ড ও পাপীরা এভাবেই অসত্য ও আঁধারে নিমর্জিত হতে থাকে কর্ম বিফল।
হতে পারে তারা দুনিয়া লোভী আর পরীক্ষায় পরাস্ত পৃথিবীর লোভ ও লালসার দাস!
ঘাতক অপরাধীরা দুনিয়াতে খুন অত্যাচার ও ব্যভিচার করে আর রক্ত ঝরায় কঠিন সন্ত্রাস!
কিন্তু আল্লাহ প্রেমিকরা দ্বীনের সেবা ও মানবতায় নবীর নৈকট্যে গিয়ে হয় আল্লাহর দাস!
তোমরা সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যা ও মরিচিকার ধাঁ-ধাঁ
আর ধোঁয়াশার কঠিন আন্ধকারকে অনুসরণ করো না সেতো লোভের সাধ।
বিশ্ব-রবের নৈকট্য প্রাপ্ত প্রচেষ্টাই ধর্মের জেহাদ ও কোরবানির মহৎ প্রেম!
যা সত্য ও সৌন্দর্যের মহিমায় একত্ববাদ মহামিলনে নবী ও রবের মহাপ্রেম।
২৯/০৭/২০২০