নাটোরে দুই দফা দাবীতে চিকিৎসকদের দুই ঘন্টা কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি
নাটোরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দুই দফা দাবি জানিয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সদর হাসপাতালের সামনে এই কর্মসুচি পালন করে তারা। এসময় মেডিসিন ডাক্তার রবিউল আওয়াল, গাইনি বিশেষজ্ঞ তসলিমা আক্তার, আকলীমা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানান, আগামী ১০ মার্চ পর্যন্ত এই কর্মসুচি চলবে। ১১ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে। এসময় শুধুমাত্র জরুরী সেবা চলমান থাকবে।
দুই দফা দাবি হলো, সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতি স্বত্বর ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে এবং ৩ নং গ্রেড প্রাপ্ত সবাইকে নির্দিষ্ট সময়কাল পরপর ২য় ও ১ম গ্রেড প্রদান করে যোগ্য পাওনা দিতে হবে।