অধরা রূপের ভাষা

মানব প্রেমের গভীরে দীপ্ত যৌবনের স্বপ্ন ভাষা আর রূপের প্রত্যাশায়,
বিদগ্ধ প্রাণ জেগে ওঠে ভালোবাসার যৌথ চেতনায়!
তাৎপর্যপূর্ণ চোখের গভীরেই যেন প্রজ্ঞার আলো চেতনার গুণকে করে দর্শন!
গবেষণায় আবেগগুলো প্রেমে মিশে হৃদয়ে জীবন্ত হয় নূরের অবয়বে গোপন।
অভিজ্ঞ মস্তিষ্কের মনোজ্ঞ দৃশ্যায়নে প্রকাশ হতে থাকে বিজ্ঞতার অমিত রূপ সুধা,
সে এক আলৌকিক ও ঐশ্বরিক নিখিল বিশ্বকে আলো দেয় সেবা ও কল্যাণের সাধ।
জীবনের চেনা ও অচেনা যাত্রা পথে বিকশিত জ্ঞান কর্ম শ্রম দেয় পূর্ণপ্রাণের চৈতন্য!
অন্তর অনুভর উপলব্ধির অভূত আনন্দ ও বেদনার তিমিরেই লুকিয়ে আছে প্রজ্ঞার রহস্যময় জ্ঞান সুন্দর।
দিব্য জেগে ওঠে হৃদয়ের পরশে আলোকপ্রাপ্ত জ্যোতির নিপুণ নির্মাণ সংস্কার।
দেহের পাখিতো এক স্বচ্ছ আলোর বার্তা বহন করে
আর জীবনকে চেতনা দেয় গৌরব ও মর্যাদায় ঘিরে!
মহাত্মার মহাপ্রেম থেকেই মানব সত্তার গোপন সুরত
যেন একক অখণ্ডে মিশে আলোক শিখায় প্রজ্বলিত হয় নূরের দ্যুতি!
মানবের ভেতর দিয়েই সে প্রকাশ ও চলমান হতে থাকে নব নব গুণাগুণে চিরন্তন!
তাঁর মহা-অস্তিত্ব ও মহা-সমগ্রের ভেতরেই যেন সবাই অবিচ্ছেদ্য প্রেমে নিরন্তন!
মনে হয় ভালোবাসা এক হারানো প্রেমের বিরহ বিচ্ছেদ,
বেদনা ও যন্ত্রণায় নতুন করে ফিরে আসে জন্মান্তবাদ!
ঐশী অধরা রূপের গভীরেই সে সাধনায় স্বরূপ ধারণ করে মিলন চেতনায় আদি।
২৫/০৭/২০২০