বীরগঞ্জে টিএমএসএস-এর উদ্যোগে করোনায় ঘরবন্দি ১৫২টি পরিবারে খাদ্য প্রদান

বীরগঞ্জে টিএমএসএস ফাতেমাতু জহুরা হাসপাতাল কর্তৃপক্ষ ১৫২টি পরিবারে খাদ্য সামুগ্রী প্রদান করেছে।

বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনয়নের করিমপুর গ্রামে প্রতিষ্ঠিত টিএমএসএস ফাতেমাতু জহুরা হাসপাতাল প্রাঙ্গনে গত ২৩ জুলাই সকালে ১৫২টি পরিবারের মাঝে চাল, ডাল, সাবান, মিষ্টি কুমড়া, আলু-পটল ইত্যাদি খাদ্য সামুগ্রী প্রদান হয়।

বীরগঞ্জ টিএমএসএস ফাতেমাতু জহুরা হাসপাতালের পরিচালক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে খাদ্য সামুগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন

বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী, টিএমএসএস নীলফামারী জোনাল ম্যানেজার রেজওয়ান আলী, আবাশিক মেডিকেল অফিসার ডাঃ সাফায়েত হোসেন, সাংবাদিক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন এবং ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম।

টিএমএসএস খানসামা শাখা প্রধান মোকছেদুল হক, মেডিকেল অফিসার ডাঃ সালসাবিন বিনতে ইসলাম, ডাঃ আসিব হাসান। এসময় হাসপালের কর্মকর্তা-কর্মচারী, সিস্টার-আয়া সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ অন্যরা উপস্থিত ছিলেন।