বগুড়ার নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শজিমেকে ৩১ জন এবং বাকি ১৬ জন টিএমএসএস মেডিকেল কলেজে শনাক্ত হয়েছেন। আাক্রান্তের মধ্যে পুরুষ ৩৬, নারী ১০ ও শিশু ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২২৭ জন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম ফেসবুক লাইভে এসব তথ্য জানিয়েছেন । গতকাল সোমবারের ফলাফল মঙ্গলবার জানানো হয়। গতকাল তিন জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুসংখ্যা ৮৩ জন মারা গেছেন। নতুন করে সুস্থ হয়েছেন ১৭ জন। এতে মোট সুস্থতার সংখ্যা ২ হাজার ৮৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানায়, জেলার দুটি আরটি পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিফটে নমুনা পরীক্ষা করা হয় ২৮২ টি। এর মধ্যে বগুড়ার শনাক্ত হয় ৩৯ জন। অপরদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে বগুড়ার ৫১ টি নমুনা পরীক্ষায় ২১ জন করোনা পজিটিভ হয়।