নিঃসঙ্গ প্রিয়তমার প্রত্যাবর্তন ধ্বনি

এনামুল হক টগর

নিঃসঙ্গ প্রিয়তমা প্রেম ও ভালোবাসা আমার নতুন আগামী জীবন।
তুমি কোথায়?কতো দূর?আর কতো দিন তোমার জন্য প্রতিক্ষার বাসনা দাঁড়িয়ে থাকবো সুজন।
আমার সাম্য চেতনার সদ্য বার্তাটি গ্রহণ তুমি করো নতুন দিনের চৈতন্য-
হঠাৎ কেন যেন আজ তোমার ফিরে আসার ব্যাকুল স্পন্দন কর্ম ধ্বনি শুনি,
উজ্জ্বল চাঁদের জ্যোৎস্না আর নদীর জোয়ারের ঢেউয়ে শুনি মাঝির কলতান সুরে গান!
কখনো শুনি কঠিন যৌবনের অতল গহবরে বিপন্ন ক্ষুধার ক্রন্দন ধ্বনি,
পৃথিবীতে যারা ন্যায়-পরায়ণ ও দেশপ্রেমিক,
তারাই শুধু আত্মত্যাগের বিনিময়ে কল্যাণ করে সেবক,
আর মানব জাতিকে সেবায় আঁকড়ে ধরে দেশ ও সমাজের আর্দশ বিবেক।
মানবতার দীর্থ জীবন সংসার ও মহা-সমারোহ আড়ম্বর চৈতন্যের মহাকাল ডাক!
সামনে ও পেছনে কখনো আলো আবার কখনো গভীর রজনীর দীর্ঘ আঁধার,
বেদনার ক্ষত-বিক্ষত করে এই জীবন আর ওই বাঁকা জগত সংসারকে জর্জর।
কতো প্রাণ ঝরে যায়,কতো প্রাণ আহত রক্তাক্ত হয়,
কতো প্রাণ বিক্ষপ্ত ব্যথায় অনাহারী জেগে থাকে বিস্ময়
আর কতো প্রাণ যুদ্ধে ক্ষয়ে যায় বিশ্ব রাজযক্ষ্মার শাসন সন্ত্রাস ব্যথায়।
অন্ধ নগর বিধ্বস্ত জনপদ আর অসহায় পৃথিবীর পথে পথে কতো পল্লী গ্রাম প্রান্তর জীবন নদী।
তাদের শরীরে অদ্ধ দগ্ধ ক্ষত চিহ্ন তবুও তাঁরা বিপ্লবী ও মহা-জিহাদী সময়ের গতিতে চলমান আবাদ।
যদিও বাতাসে নীল অস্ফুটন শুধু ব্যর্থ প্রেমে কাঁদে নিঃসঙ্গ তৃষিত কাল ও মহাকাল!
আমার বিষাদের অতন্দ্র রাত প্রিয়তমার প্রতিক্ষায় থাকে অসন্ন মানবতার অধিকার সকাল।
আজন্ম ভালোবাসা বুকে ফোটা ফোটা অশ্রু ঝরে ক্লান্ত ব্যথায় হাহাকার!
তবু সবুজ মৃত্তিকার বুকে বিপুল অরণ্য জাগে নব নব প্রাণ লীলায় সজিব প্রশান্তময় বাহার!
তাঁরা যেন বিস্ময় ও বৈচিত্র্যময় যৌবনে খেলা করে চঞ্চল চেতনায় দৃঢ় দীপ্তিময়।
আবেগ আনন্দ বিক্ষোপ ও সময়ের কঠিন ব্যথায় আগামীকে ডাকে প্রত্যাশায়।
কিন্তু এখনো নির্মল প্রভাতের বাস্তব স্বপ্নবীজ সংগ্রাম সাধনায় আঁধারকে ভেঙে সদ্য,
নতুন আলোর দীপ্ত সকাল আনতে পারেনি সদা সর্বদা!
স্রষ্টার দূর্গ আর আন্ধকার রাতের মাঝ পথে আমি একা
দাঁড়িয়ে থাকি অতন্দ্র দেশপ্রেমে সংস্কারক।
নগরে সুন্দরী রক্ষিতা আর গ্রাম ও বাজারে কতো নর্তকী ঘোরে ফিরে নির্বাক,
তাদের সাথে অন্ধকারে খেলা করে নগর ও হাটমেলার উঁচ্চ দালালরা যৌবন কামের ধাঁধায়।
আমাকেও লালসা ও কামনার লোভ দেখায় আর ডাকে স্বপ্ন মোহের আনন্দ বাসনায়।
রাজনীতির নামে যারা অসৎ ব্যবসার জোট বাঁধে প্রবল লালসা ও কামনায়।
তারাই যেন নিসিদ্ধ পল্লীতে অবুঝ যুবতীর যৌবন ক্রয় ও বিক্রয় করে কঠিন বেদনায়!
মানুষরূপী বিষধর ঘাতকরা ডাকে আর জীবনকে প্রশ্ন করে মিথ্যা ইশারায়।
বিষাক্ত আর্তনাদ পতঙ্গ সর্বনাশে কাঁদে সময়ের বর্তমান
অসমাহিত দূর আকাশে রাজনীতির অর্ধদগ্ধ কালোমেঘ অশনি যাতনা।
সাম্রাজ্যবাদের ক্রোধে পৃথিবীর বুক থেকে আহত রক্ত ঝরে মানবতার শরীর থেকে যন্ত্রণায় ।
ভয়ংকর রাত্রির অন্ধকারে আর বৈষম্য প্রতিরোধে আমি এখনো কর্মজীবী সভ্যতার আশায়,
অতন্দ্র প্রহরী তোমার প্রতিক্ষায় জেগে থাকি বিদগ্ধ ভালোবাসার দিওয়ানা প্রেমিক!
এ-দেহে টগবগ আগুন জ্বলে প্রতিশোধ প্রতিরোধের যুদ্ধে ন্যায়পরায়ণ বিবেক।
নিঃসঙ্গ প্রিয়তমা ভালোবাসা আমার তুমি ফিরে এসো কর্ম দক্ষ নিপুণ,
সামনে আঁধার ভাঙা সাম্যের বিপ্লবী মিছিলে আমাদের ক্ষুধামুক্ত শ্লোগান হবে নতুন,
আমরা নব্য সংস্কারে রুখে দেবো অন্যায় অপরাধ ও কঠিন সন্ত্রাসকে ভেঙে চুরমার।
আর্দশ ও সভ্যতা গড়ে তুলবো দেশ সমাজ ও পৃথিবীর ঘরে ঘরে আবার।
বিশ্ব-মানবতা মহা-চৈতন্যে জাগরিত হবে বিদগ্ধ ভালোবাসার জীবন অধিকার।
২১/০৭/২০২০