“বাবা”

আজ বিশ বছর হয় শোয়ায় রেখেছি
সাড়ে তিন হাত মাটির নিচে।
নাহি যে কোন আসবাবপত্র
আছে শুধু মাটির ফরাস বিছে।
কতদিন বাবার শিয়রের পাশে
নয়নাশ্রু ফেলিনু বসে বসে।
দেখা দাও মোরে কথা বলো
একটি বার,
সুযোগ দাও শুধু পদপ্রান্তে লুটি
ক্ষমা চাহি,বার।
বাবা, বাবা কোথায় আছো তুমি লুকে
কলিজা বলে একবার তুলে নাও বুকে।
অপরাধ করেছি ভুল করেছি যত
মানি,নি ,শুনি,নি তব কথা
অন্যায় করেছি শত শত।
আজি মম ভুল শুধরিবার তরে
বারবার দাঁড়াই পার্শ্বে কবরে
ক্ষমা করো বাবা ,ক্ষমা করো মোরে।
না বুঝে দিয়েছি আমি তোমার মনে কত ব্যথা
সেসব কথা মনে হলে হেট হয় মোর মাথা।
ছেড়া জামা কাপড় পড়ি চলতে হীন বেশে
আমাকে নতুন সাজে সাজাতে তুমি
মস্ত বড় এক হুজুর বেশে।
আল্লাহ বলেন
“বাবা মার সাথে বলিও না এমন কথা”
” যাতে তারা পায় অন্তরে বড় ব্যথা।”
হাদিসে আছে
” বাবা মার দোয়া সর্বদা হয় কবুল
তাদের কষ্ট দিলে পরকালে পাবে না কুল ।”
তাদের মুখ পানে দরদ মাখা নজর দিলে
‌‌ নামায় আমলে তার
মকবুল হজের সওয়াব মিলে।
হে মাবুদ তাওফিক দাও মোদের,
বলতে পারি যেন তব স্বকাশে হাত তুলিয়া
“রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা।”