পৃথিবীর দিকে দিকে অঘোম অনাহারী

পৃথিবীর চারিদিকে এখন শুধুই রক্তপাত যুদ্ধ আর যুদ্ধ,
কতো অঘোম অনাহারী মানুষ দুঃখ কষ্ট ও ব্যথায় দিশেহারা ক্ষুব্ধ।
জটিল পঙ্কিলতার আঁধারে জেগে আছে বিশ্ব-যুদ্ধবাজ শাসক।
প্রেমহীন ব্যর্থ তারা দেশ সমাজ ও বিশ্বকে শুধু মিথ্যা স্বপ্ন দেখায় নিষ্ঠুর নির্মম অবাক,
ফুলের নীচেই যেন তীক্ষ্ম কাঁটার আঘাত আর দুর্দশার ক্ষত-বিক্ষত জীবন ক্রন্দন,
আধুনিক নেশায় অসৎ রাজা আহত রক্ত ঝরায় হিংসা বিদ্বেষে বিবেকহীন।
দাউ দাউ গ্রাম পোড়ায়,নগর পোড়ায়, দুঃখ ক্ষুধায় অনাহারীর দেহ পোড়ায় বিষণ্ণ জীবন,
কান্না শোক ও তাপে জ্বলায় বিশ্ব-মানবতার ইতিহাস জীবন ও চেতনা।
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত বেদনার শত চিহ্ন দেখি তবু মানবতার ধ্বনি অধিকার।
অসহায়ের বুকে শাসকের কঠিন নিষ্পেষিত যাঁতাকল,
প্রতিনিয়ত নিরস আমিত্ব মানবতাকে করে ধ্বংস ক্ষুব্ধ অনল!
জীবনের অশ্রুপাতে দুরহ পৃথিবী দাঁড়িয়ে একা বিফল,
অঘোম রাতের কবি আমি তবু অসহায় ও ক্ষুধার্তের পাশে গিয়ে দাঁড়াই দেই কর্ম সরল আলো,
কখনো নির্জন অরণ্যে ও প্রকৃতির প্রেমে প্রিয় মৃত্তিকার বুকে ফলাই ফসল।
তারপর বন্দি ফুল ও ফলগুলোকে জাগিয়ে তুলি তৃপ্ত সৌরভ গৌরব নতুন সকাল।
সামনে নিষ্ঠুর দিন তবুও অনাহারীদের মিছিলে দৃঢ় দীপ্ত আমি সাহসী বীর,
বিপন্ন দুঃখের ভেতর দিয়ে বিপ্লবীরা সামন আগাই সমান অধিকার ধ্বনি বন্টন সংস্কার-
জন্ম জন্মান্তর দরিদ্রের নিয়তিতে যুদ্ধ সংগ্রাম আন্দোলন আর বিপ্লব চলমান-
অগ্নি বিদ্রোহ মিছিল মিছিলে জীবন থেকে নতুন জীবনের চৈতন্য শ্লোগান।
রণাঙ্গনে রক্তপাত তবুও নতুন সংস্কারের প্রতিবাদ ধ্বনি
ন্যায়পরায়ণ বীরত্বের জন্যই জয়-জয়াকার অভিনব শুভ যাত্রা সুচনা-
জীবনের পথে পথে অনাহারীর দুচোখে আলোর স্বপ্ন জাগাবো অদম্য অনতিক্রম্য স্পৃহায় নব নব নিপুণ।
নিত্য যৌবন দিয়ে সমাজকে আহবান করবো শাশ্বত সাম্যের ঐক্যে স্পন্দন,
নতুন সংস্কারে গরীব ও অনাহারীর সাথে কবির বন্ধুত্ব হবে সুদূর জীবন আহবান-
সভ্যতার শক্ত রাস্তা নির্মাণ হবে আর কৃষক ফলাবে সোনার ফসল
এই বিশ্ব চারণভূমি হবে মৃত্তিকার অভয় নগর শান্তি স্বর্গ রাজ্যে অনাদি!
অসৎ ঘাতক ধ্বংস শেষে,গরীব ধনী ও কবিদের বন্ধুত্ব হবে বৈষম্য ও ক্ষুধামুক্ত আবাদ।
২০/০৭/২০২