ফরিদপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পাবনার ফরিদপুরে সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক, সাবান ও বিলিসিং পাউডার বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম।

জানা যায়, গত অর্থ বছরের এলজিএসপির বরাদ্দ ও ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক সাবান ও ব্লিসিং পাউডার বিতরণ করা হয়। অনুষ্ঠানে করোনা প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে উপস্থিত জনগণের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি, ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, শুরু থেকে নিজ অর্থ বা সরকারি অর্থ ব্যয় করে মানুষের পাশে আছি, এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ এলাকার বিশিষ্টজন।