চাটমোহরে চুরি যাওয়া গরু উদ্ধার, আটক-৩

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র কৃষক আমিরুল ইসলামের চুরি যাওয়া গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। গত ১৫ জুন গভীর রাতে ওই কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয় দু’টি ষাঁড় গরু।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানার ওসি আমিনুল ইসলামের কাছে সরোনাপর্ণ হন কৃষক আমিরুল ইসলাম।

ভুক্তভোগীর আকুতি দেখে ১২ জুলাই রোববার রাতে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে নিজেই নামেন ওসি।
এরপরে প্রযুক্তির সহায়তায় একে একে আটক করা হয় ৩ গরু চোরকে। সেই সাথে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে চুরি যাওয়া দুই ষাঁড় গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি করিমন গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের শাহীন হোসেন ওরফে ঝালাই শাহীন (২৮), একই গ্রামের আব্দুর রশীদ (৪৬) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের কুদ্দুস প্রামানিক (৪০)। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ১৩ জুলাই সোমবার দুপুরে আটক চোরদের জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। আমিরুল ইসলাম নামে ওই দরিদ্র কৃষকের কান্না দেখে খুব কষ্ট লেগেছিল। অভিযান শুরুর পর তাৎক্ষণিক সফলতাও মিলেছে।