সাঁথিয়ায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট, থানায় অভিযোগ

সাঁথিয়া প্রতিনিধিঃ
এসএম নাইম আহম্মকে নিয়ে বিভিন্ন অনলাইন ও সংবাদপত্রে সংবাদ প্রকাশের ঘটনায় তার পক্ষে ঘনিষ্ঠ একজন সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেন। নাইম পাবনার মোবাইল ব্যবসায়ী ও বিষ্ণুপুর গ্রামের আবুল কাশেমের
ছেলে।
মঙ্গলবার রাতে মোঃ মারুফ হাসান নামের একজন তার ফেসবুক আইডি থেকে লেখেন সাংবাদিকরা বিশিষ্ট শিল্পপতি ও তরুণ রাজনীতিবিদ নাইম আহম্মদের ভাইয়ের নিকট চাঁদা চেয়ে না পেয়ে কিছু অসাধু সাংবাদিক তার বিরুদ্ধে ভ’য়া সংবাদ প্রকাশ করেছেন। এমন নেক্কারজনক সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
ফেসবুক পোস্টটি সাংবাদিকদের দৃষ্টি গোচর হলে সাঁথিয়া প্রেসক্লাবের সকল সদস্য মিলিত হয়ে সাঁথিয়া থানা উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার স্বাক্ষরিত অভিযোগে বলা হয় মারুফ হাসানের পোস্টটি আমাদের পেশার উপর আঘাত এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্নর শামিল বলে আমরা মনে করি। এবং কোন সাংবাদিক চাঁদা না পেয়ে
সংবাদ প্রকাশ করেছে তা জানতে চাওয়া হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি দ্রৃততম সময়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।