দুর্গাপুরে অবৈধ লড়ি ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরে অবৈধ লড়ি ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে মুক্তি ‘চেতনা ৭১’ সহ ছয়টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ বুধবার ১২টার দিকে
পৌরসভার প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অনারারী
ক্যাপ্টেন(অবঃ) আইয়ুব আলী,মুক্তি “চেতনা ৭১” সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল ইসলাম(রতন), সাধারণ সম্পাদক ও সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমন,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি শাহান আলী,উপজেলা ছাত্র কল্যাণ পরিষদে সভাপতি ইলিয়াস তালুকদার সৌরভ, সাধারণ সম্পাদক লিখন দিক্ষীত বাপ্পী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের সহ-সভাপতি মুহা: আব্দুল মান্নান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, কৃষি জমিতে চাষাবাদের জন্য ব্যবহৃত লড়ি ট্রাক্টর গুলি নদী থেকে বালু আনা নেওয়ার কাজে ব্যবহার করছে একটি মহল। বিকট শব্দ আর গ্রামীণ রাস্তার অবস্থা চরমে উঠেছে।
পৌর সদরে পথচারীদের চলাচলে পুরোপুরি অনুপযোগি হয়ে পড়ছে। এসব লড়ির নেই কোন রোড পার্মিট,আর অদক্ষ চালক দিয়ে চলছে এসব পরিবহন। প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। মানববন্ধন থেকে ওইসব অবৈধ যানবাহন পুরোপুরি বন্ধ করতে প্রশাসনের
জরুরী হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন সংগঠনের
নেতৃবৃন্দ।