চলনবিলের তাড়াশে চিকিৎসক,নার্স ও শিক্ষকসহ ৫ জনের করোনা শনাক্ত: এ নিয়ে ২২জন

সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সসহ (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২২জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হলো।তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন এ বিষয়ে মঙ্গলবার (৭জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কাজনীন সুলতানা, তাড়াশ পশু হাসপাতালে ভেটেনারী চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসাদুজ্জামান, সলঙ্গা গালর্স স্কুলের শিক্ষক আবুল খালেক মনি ও বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের দোলন খাতুন।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী