মিডলাইফ ক্লাব ঢাকা’র উদ্যোগে পাবনায় চিকিৎসকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

মিডলাইফ ক্লাব ঢাকা’র উদ্যোগে পাবনায় চিকিৎসকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৬’ জুলাই) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা’র চিকিৎসকদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা’র সহকারি পরিচালক ডাঃ মো. আবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসকøাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। তিনি বলেন বিশ্বব্যাপী করোনা দুর্যোগকালীণ সময়ে সবাইকে সচেতন থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের (অব.) অধ্যক্ষ ডাঃ মো. ইফতেখার মাহমুদ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সালেহ মুহাম্মদ আলী, জুনিয়র কনসালটেন্ট (অর্থ-সার্জারী) ডাঃ জাহেদী হাসান রুমি, জুনিয়র কনসালটেন্ট (অর্থ-সার্জারী) ডাঃ মোহাম্মদ আকসাদ আল মাসুর। বক্তাগণ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত সম্মুখ সাড়ির যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ কর্মিদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করায় মিডলাইফ ক্লাব ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ব্রি. জে. ডাঃ সুরাইয়া রহমান প্রতি আন্তারিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ পাবনা’র সহকারি অধ্যাপক (গায়নী এন্ড অবস্) ডাঃ নার্গিস সুলতানা, সহকারি অধ্যাপক (অর্থ-সার্জারী) ডাঃ হাসান-আল- হাবিব, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা’র আর.এম.ও ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী, আবাসিক ফিজিশিয়ান ডাঃ মো. নাজমুল ইসলাম, মেডিকেল অফিসার (গায়নী) ডাঃ মো. জাহিদুল ইসলাম, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আবদুল জববার, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল, এটিএন নিউজের ক্যামেরা পারসন মো. মিলন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মিডলাইফ ক্লাব ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ব্রি. জে. ডাঃ সুরাইয়া রহমান ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মানব সেবায় তার এ সহযোগিত আগামীতে অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।