মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সাফিয়া বেগম (৪০) ও তার পুত্র রুহেল মিয়া (২৪)। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুত্ব আহত সাফিয়া বেগম আশংঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘঠনায় রুহেল মিয়া বাদী হয়ে একই গ্রামের আফিকুল মিয়া (৩২), সফিকুল মিয়া (২৮), সাকের মিয়া (২৪), জাকির মিয়া (২২), জাবেদ মিয়া (২০), দুলাল মিয়া (৩৫), পিয়ারা বেগম (৫০), রুমা বেগম (২৫) কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সর্বশেষ এ ঘঠনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে। ঘঠনার বিবরনে জানা গেছে- সাফিয়া বেগম এর ৫টি হাঁস জোরপূর্বক নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। এ ঘঠনায় গত ২ জুলাই সকালে সাফিয়া প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজনদের হাতে থাকা কাঠের বর্গা, বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। এবং সাফিয়ার গলায় থাকা স্বর্নের চেইন চিনিয়ে নেয়। এ সময় এ সময় তাদের হাল্লা চিংকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিস্ট হাসপাতালে প্রেরণ করে।