তাড়াশে নার্সসহ ৫ জনের করোনা শনাক্ত

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সসহ (কোভিড-১৯) করোনাভাইরাস পজিটিভ ৫ জন রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট ১৭জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও তাড়াশ সদরের আব্দুল হকের স্ত্রী মোছা. তাহেরা খাতুন, ইনচার্জ লায়লা পারভীন, নার্স শ্রী. সোমা, সোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি ফিরোজ মাহমুদ ও মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের গাজী শাহান আলী।

শনিবার (৪জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে সংবাদের সত্যতা নিশ্চিত করেন তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন।

তিনি জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে শনিবার তাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজিটিভ রির্পোট পাওয়া যায়।