হৃদয় প্রেমে গুন গুন বাঁশি


তোমার আর আমার এই গভীর স্বপ্নভরা আশার জীবন
অনাগত গুন গুন নক্ষত্রভরা প্রমের রাতে বাঁশির সুর তোলে অমৃত চন্দন।
সেই ভালোবাসার কথাগুলো বাসনার প্রেমে ধীরে ধীরে জেগে উঠে নিরব চেতনার নয়ন!
বিমগ্ন বেলাভূমির সবুজে পাখিদের কিচির মিচির সুরেলা গান,
ময়ুরপঙ্খী নৌকাগুলো ঢেউয়ে ঢেউয়ে বহমান দোল দেয় উত্তাল উজান।
আগামী জন্মের আসন্ন বন্ধুরা নব নব চৈতন্য দেয় পূর্বাভাস প্রত্যাবর্তন!
স্মৃতি ভরা ইছামতির বাঁকে বাঁকে জীবন খেলা করে অতীত স্মরণ,
তোমাকে আমাকে ডাকে স্বপ্নবান দুটি চোখ নিরব সংসার চেতনা,
সেই অপরূপ বড় বিল হিজল ফুলের পাপড়ি থেকে সুবাস গন্ধ ছড়ায় প্রকৃতি।
তোমার প্রেমের মাধুরী মেশানো বিদগ্ধ চিত্তে জ্যোতির্ময় প্রেম বিচিত্র দ্যুতি!
জীবন ভালোবাসার ইন্দ্রপুরী মিছিলে হেঁটে যায় গান শুনায় তোমাকে খুঁজে,
সামনে কঠিন আঁধার কালো কালো মেঘ ভেঙে ছুটে আসে বর্ষণ ঢেউয়ের সাঁঝ।
জীবনের পথে উদয় রাঙা সূর্যের সকাল ব্যর্থ হয় ঘাতকের আঘাতে ক্লান্ত আহবান,
নিরনন্দ নিরস বাসনা মরিচিকায় ক্ষত বিক্ষত দগ্ধ হয় বিষে জর্জর মরণ,
তারপরও তোমার প্রতিক্ষায় ভালোবাসা শুধু আলপনা আঁকে বিচ্ছেদ বিরহের এই প্রাণ।
হঠাৎ স্মৃতিময় ফাগুন কোকিলে সুরে গান ভেসে আসে বিদগ্ধ চৈতন্যের জাগরণ ঝংকার!
সংসার জৌলস প্রেমের প্রবল টানে জীবন দগ্ধ হয় যন্ত্রণায় যন্ত্রণায় হাহাকার।
যদি ফিরে আসো তুমি বিদগ্ধ বাঁশির স্মৃতিময় প্রেম আর চৈতন্যভরা গুণ গুণ সুরে!
তখন নার্গিস বসন্তের সুবাসে তোমার সাথে দেখা হবে নতুন জীবন সংস্কার!
ভালোবাসার গুণ গুণ ধ্বনিত আমাদের পরিচয় হবে উজান নদীর বাঁকে বাঁকে বিস্ময় আবার।

০৪/০৭/২০২০