স্টাফ রিপোর্টার ঃ প্রাইভেট পড়ানোর সময় শিক্ষার্থীর সাথে অসদাচারণের প্রতিবাদ করায় একজন শিক্ষাক ও তার স্বজনরা শিক্ষার্থীর পরিবারের উপর আক্রমণ করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, গত ৩০ জুন রাত ৯ টায় পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের নূরপুর গ্রামে।
সূত্র মতে জানা গেছে, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা আবদুল-া আল কবির। তিনি জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাড়ীর পাশের
বাসিন্দা অনেক শিক্ষার্থী তার নিকট প্রাইভেট পড়তো। ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর সময় একজন শিক্ষার্থীর সাথে অসাদারণ করলে তার মেয়ের পরিবার প্রাইভেট পড়া বন্ধ করে দেন। এরপর গত ৩০ জুন রাত ৯ টার দিকে উক্ত শিক্ষক কবির উদ্দিন শিক্ষার্থীর বাসার সামনে গিয়ে জানালা দিয়ে উঁকি মারার সময় বাড়ীর লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অপরজন পালিয়ে যায়। সংবাদ পেয়ে শিক্ষক কবিরের পরিবারের লোকজন শিক্ষার্থীর বাড়ীর সামনে এসে প্রাণনাশের হুমকি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মোঃ নসু বাদী হয়ে গত ১ জুলাই রাতে পাবনা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।