পাবনার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়া গ্রামে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পাবনা জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন ও ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বন কর্মকর্তা ইসমাইল হোসেন উপস্থিত হয়ে বাচ্চা ৩টি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার হাড়লপাড়া গ্রামের জাফর ইকবাল নামের
এক গ্রামবাসী ঘাসের মধ্যে মেছো বাঘের বাচ্চা গুলোকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়।
পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা বাঘের বাচ্চাগুলো উদ্ধার করি। তিনি আরও বলেন উদ্ধার করা বাঘের বাচ্চাগুলো আকারে খুব ছোট। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে এই বাচ্চাগুলো জন্ম হয়েছে। যার ফলে ফিডারে করে দুধ পান করাতে হচ্ছে। রাজশাহী অফিসের বন্যপ্রাণী বিভাগের পরিচর্যা কেন্দ্রে যোগাযোগ করে সেখানে বাচ্চাগুলোকে রাখার জন্য পাঠিয়ে দেয়া হয়।
স্থানীয়রা আরও বলেন, কয়েকদিন আগে উপজেলার মাজপাড়া ইউনিয়নের মন্ডলপাড়ায়
আফজাল হাজীর আম বাগানে একটি সাড়ে ৪ ফুট লম্বা মেছো বাঘ আটক করা
হয়। কিন্তু বাঘটি বন বিভাগে জমা দেওয়ার আগেই আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম নিজ জিম্মায় বাঘটি নিয়ে যান। পরবর্তীতে কোন
কারিশমায় রহস্যজনক ভাবে বাঘটি হারিয়ে গেল সে কথা কেউ বলতে পারছে না।