বড়াইগ্রাম পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২০-২০২১
অর্থ বছরের মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার তিনশ’ ৫৯ টাকার বাজেট পেশ
করা হয়েছে। এছাড়া বাজেটে মোট ৩৬ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার দুইশ’ ৬১
টাকা ব্যয় ও ১০ লাখ ৪৭ হাজার ৯৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার এ
বাজেট পেশ করেন। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, পৌর সচিব
জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম ও
উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের
যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও কোষাধ্যক্ষ আসাদুল ইসলামসহ সকল
ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেটে করোনা মোকাবেলাসহ সামাজিক নিরাপত্তা খাত, রাস্তাঘাট ও
অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন,
সুপেয় পানি সরবরাহ, সড়ক বাতি সম্প্রসারণ ও মশক নিধনকে অগ্রাধিকার দেয়া
হয়েছে।