প্রবাস জীবন

এটার নাম প্রবাস,আছিতো বেশ
টেনশনে সবি শেষ।
জীবন সংগ্রামে, বয়স শেষ
ফলাফল শুধু দীর্ঘ নিঃশ্বাস।
লাভের আশায় কাটাইলাম প্রবাস
লোভে লোকসান লাভের খাতায় সর্বনাশ।
কষ্ট করে কত যতনে করিলাম দালান
আমি এখন পরবাসি
আমার ঘরে পরের বসবাস।

সুখে আছি শান্তি নাই সপ্নে দেখি বেহেশ্ত খানায়
উঠে দেখি সকাল বেলায় পায়ের তলায় মাঠি নাই
উপরে আকাশ সবুজ ঘাসে শুয়ে আছি
নীচে মাটির বিছানায়।

বুঝিনি সময়ের মর্ম আবেগেতে ছিলাম মগ্ন
দিনে দিনে বাড়লো সুদ দেনা হলোনা পরিশোধ।

প্রবাসীর রেমিট্যান্স পাঠাচ্ছে বলে-
দেশের লাখো সংসার চলে-
আরামে আয়াসে,সুখে সাচ্ছন্দ্যে।।
ইতিমধ্যে কত প্রবাসী মারা গেছে
ভয়ংকর”করোনা ভাইরাস”এর আক্রমণে।

প্রবাসিরা যে কত কষ্ট করে
বুঝা যায় না অনুভব করে
প্রবাসে কি কষ্ট বুঝতে পারে
শুধু যারা প্রবাস করে
তারাতো অবহেলিত অনাদরে
জ্বলে সদা কঠিন যন্ত্রণার আগুনে
প্রবাসীর কষ্ট কে বুঝে এই সংসারে?

কর্মের তাগিদে,পেটের দায়ে
পরিবার পরিজনের সুখের খাতিরে
হাসি খুশি রাখতে সবাইকে
পরিবার বর্গের সুখের আশা নিয়ে
নিজের সুখ বিষর্জন দিয়ে
সকল কিছু ত্যাগ করে
ঘুরে মরে দেশ থেকে দেশ,দেশান্তরে
প্রবাসির কষ্ট কেউ বুঝেনারে
এই নিষ্ঠুর কঠিন সংসারে।

বার ঘন্টা কর্মস্তলে
আসা যাওয়া এক ঘন্টা গেলে
বাসায় এসে রান্না করে
অন্যন্য কাজ শেষ হলে
এবাদতও করতে হবে
খাওয়া দাওয়া শেষ হলে
টেলিফোনে কথা বলে
আটার ঘন্টা গেলো চলে
বাকি সময় ঘুমাতে গেলে
দুচোখ বারবার যায় খোলে
ডিউটি হবে আবার সকালে
প্রবাসির কষ্ট কেউ বুঝে নারে
এই নিষ্ঠুর কঠিন সংসারে।

মা বাবা ভাই বোন,স্ত্রী পুত্র পরিজন
প্রতিবেশী অতীতের কত বন্দুমহল
কারো স্মৃতি মনে হলে
বুক ভাসে নয়ন জলে
সকল কিছু পিছু ফেলে
ভবিষ্যত চিন্তা করে
কর্ম করে দিনে রাতে
মনে খুশি মাসের শেষে
বেতনগুলো হাতে পেলে
তারাতারি দেরি না করে
পাঠায় দিলো নিজের দেশে,
লিখে লিখে হিসাব কষে
কত কষ্টের টাকা পাটালে
অভাবের এই সংসারে
আয়ের সাথে ব্যায় মিলেনারে
কষ্ট রইলো মনে মনে
অভাব আর গেলো নারে
প্রবাসির কষ্ট কেউ বুঝেনা এই সংসারে।

প্রবাসে যাদের কর্মজীবন
নয় স্বাধীন,পরের অধীন,
শীত গ্রীষ্ম সকল মৌসুম
রোদ বৃষ্টি ঝর তুফান
কঠোর পরিশ্রমে যায় দিন,,
কাজ করলেও সারা দিন
কত পাষান দেয়না বেতন।
কত দূঃখে কষ্টে যায় দিন
তার উপর মাথায় ঋণ!

ভিসা পতাকা নাই যার
কত কষ্টে দিন যার,,
রোগ বালাই হলে তার
চিকিৎসা হবেনা আর,
অসুখ বিসুখ দূর্দশায়
পড়ে থাকে বিছানায়,,
যে যার কাজে ব্যস্ত সবাই
আশে পাশে কেউ নাই,,
কত চিন্তায় বেদনায়
শান্তি নায় শুধু টেনশন হয়।

সেবা সুস্ততা দয়ালের হাতে
একা দিন যায় কেউ নাই সাথে
না পারে বলিতে,না পারে সহিতে,
আল্লাহ ভরসা,সব মালিকের দয়াতে
প্রবাসির কষ্ট বুঝার কেউ নাইরে
এই নিষ্ঠুরতার কঠিন পৃথিবীতে।।