এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুইজন মাদকসেবী গ্রেপ্তার হয়৷ এতে ওই এলাকায় মাদক বিক্রি কমে যাওয়ায় ক্ষেপে যায় মাদক ব্যবসায়ীরা। এরপর কয়েকজন মাদক বিক্রেতা একজোট হয়ে দায়িত্বরত পুলিশদের ওপর তর্জনগর্জন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বিরোধী চেকপোস্ট দেওয়া হয়। ওই চেকপোস্টে দুই মাদকসেবী আটক হলে তাদের ছাড়িয়ে নিতে এবং চেকপোস্ট সরাতে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
আটক দুই মাদকসেবী হলেন, উপজেলার আংগারপাড়া সরদারপাড়া তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার সেলিম (২২)। তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা সাজা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) দিবাগত সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী মুশাহার পাড়া এলাকায় মাদক বিক্রি ও বহন রোধে চেকপোস্ট দেয় থানা পুলিশ। এসময় পুলিশের হাতে
মাদক সেবনকারী নুর আলম (৩২) ও মো: সেলিম (২২) আটক হলে ওই এলাকার মাদক ব্যবসায়ী বুলু ভূইয়াসহ তাঁর সহযোগীরা চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানালে পুলিশের সাথে ঘটনাস্থলে তাদের বাগবিতণ্ডা হয়। এসময় মাদক ব্যবসায়ী বুলু ভূইয়া (৩২) কে আটক করে তাঁর তথ্যের ভিত্তিতে১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে থানা পুলিশ সদস্যরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও মাদক ব্যবসায়ী বুলু ভূঁইয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদক রোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক সংশ্লিষ্টদের রবিবার (২ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, মাদক, জুয়া ও যেকোন অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এইজন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এদিন হোসেনপুর মাঝাপাড়া এলাকা থেকে নিতাই চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।