গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জলবায়ু সহিষ্ণু চাষাবাদ ও উন্নত কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশনের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সঙ্গ প্রকল্পের আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইকো কো-অপারেশনের এ্যাডভাইজার শামীম আলম, ইকো কো-অপারেশনের মনিটরিং এ্যাডভাইজার শরিফুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলেসে গুপ্তা, ইকো কো-অপারেশনের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম। পরে অংশ গ্রহনকারি ৪৫ জন কৃষককে ব্রি-৫২, ব্রি-৭২ ধান বীজ ও সার বিতরণ করা হয়।