নাটোর প্রতিনিধি
নাটোরে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের পুকুর থেকে আরিফুল ইসলাম (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আরিফুল ইসলাম একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিল। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর থেকে আরিফুল নিখোঁজ ছিল। কোথাও খুঁজে না পেয়ে আরিফুলের বাবা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীর পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হয়ত কোন ভাবে শিশুটি পানিতে পড়ে যাওয়ার পর উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে।