পাবনায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বাষির্কী। সকালে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সুত্রে জানা যায়- সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত আলোটনা সভা অনুষ্ঠিত হয়। জেলার উপজেলা পর্যায়ে ও এসব কর্মসুচী পালিত হয়।
এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পাবনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগ নেতা সরদার মিঠু আহমেদ, আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা খান মামুন,
পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি
মনিরুজ্জামান রাসেল, জেলা যুবলীগের সদস্য শেখ লালু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, জেলা কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন,কোভিড-১৯-এর মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বকেই হিমসিম খেতে হচ্ছে। তবে ২০২০ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা ভেস্তে গেছে। তবে বাংলার মানুষ মনে প্রাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করছে। বাংলাদেশ আওয়ামী
লীগ বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।