লাদাখ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যার রোমহর্ষক কিছু ছবি প্রকাশিত হয়েছে। দ্য ইস্টার্নলিঙ্ক নামের ভারতীয় একটি গণমাধ্যম দেশটির সেনাবাহিনীর কাছ থেকে এসব ছবি পেয়েছে বলে দাবি করে সেগুলো প্রকাশ করেছে। তবে এসব ছবির সত্যাসত্য শতভাগ নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
ইস্টার্নলিঙ্ক বলছে, গত ১৫ জুন লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সৈন্যদের বেশ কিছু ছবি সেনা সূত্রে পাওয়া গেছে।
ওই দিনের সংঘর্ষে চীনের অন্তত ৪৪ সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় এই সংবাদমাধ্যমটি দাবি করেছে। তবে চীনা সৈন্যদের হতাহতের কোনও ছবি সংগ্রহ না করতে পারার কথা জানিয়েছে ইস্টার্নলিঙ্ক।
বিভত্স লাশের এই ছবিগুলো দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে চলেছে।