পুরান ঢাকার নারিন্দার ভূতের গলি থেকে ১ লাখ ৪০ হাজার নকল মাস্ক ও মাস্ক তৈরির উপকরণসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন-নকল মাস্ক তৈরি কারখানার মালিক খালিদ ইমরান, এমডি রেহান ইউসুব, কর্মচারি আব্দুল সোবহান, জিতু চন্দ্র দাস ও ওসমান গণী।
রবিবার (২১ জুন) কারখানা থেকেই নকল মাস্ক ও মাস্ক তৈরির উপকরণ জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির অতিরিক্ত এসপি রাজীব ফরহান জানান, সানরাইজ ব্যাগ কোম্পানি নামে একটি চক্র করোনা প্যানডেমিক ছড়িয়ে পড়ার পরে নকল মাস্ক তৈরি করে আসছিল। ওয়ারীর নারিন্দার ভূতের গলিতে তাদের কারখানা। রবিবার ওই কারখানায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১ লাখ ৪০ হাজার নকল মাস্ক ও মাস্ক তৈরির উপকরণ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, নকল মাস্ক তৈরির প্রায় ১ হাজার কেজি ফেব্রিক্স জব্দ করা হয়। দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ঠিকাদারের মাধ্যমে এই চক্র বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের নকল মাস্ক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। এ ধরনের অবৈধ মাস্ক তৈরির কারখানা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান চলবে।