রেকর্ডের দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৪১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৩০৬ জন। রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৬১ জন। মারা গেছেন ১৩ হাজার ২৫৪ জন।

গতকাল শনিবার ভারতে ১ লাখ ৯০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। গত চার দিন ধরেই দেশটিতে করোনা আক্রান্তের রেকর্ড ভাঙছে। ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ লাখ ২৭ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের তুলনায় সুস্থতার হার প্রায় ৫৫ ভাগের বেশি।