যৌবনের গভীরে বুনোহাঁস উড়ে

এনামুল হক টগর

এই সংসারে আমারে একা পেছনে ফেলে মাঝি,
জ্যোৎস্নায় নৌকা ছাড়ো তুমি উজানের স্রোতে আজি।
ওই দূর দেশে যেও না চলে আমারে দুঃখে কষ্টে ফেলে,
পেছনে স্মৃতির গ্রাম সামনে নদী ও সাগর জীবন পরবাস হবে এই অকালে।
সৈকতে ফটফটে কাশফুল জীবনের ভালোবাসা প্রমের মালা গাঁথে স্বামী,
বুকের গহীনে কাঁদে মনের হিয়া,আর এই অবুঝ মন ও যৌবনের বাঁকে কাঁদে জীবন মরমী।
তুমি চলে গেলে এ নিশির প্রহর কেমনে কাটাবো সখা,
ওই দূর দেশে বেলাভূমির তীরে আমার প্রাণ পড়ে থাকবে ছটফট করবে আখী।
ভরা শ্রাবণের জোয়ারে তোমারে খোঁজবে মন প্রেমের বাসনা ভরা ছোট নীড়!
আউলা বাতাস আর দিওয়ানা প্রেমে সোহাগী এ-মন উতাল হবে জীবন তরী,
কামনার কি ব্যথায় যৌবন জাগিয়া ওঠে সাগরের ঢেউ যেন খেলা করে উত্তাল জীবন।
এ-দেহের নদীতে বুনোহাঁস খেলা করে চন্দ্রমুখী রূপবান কাঁদে বিরহ বিচ্ছেদ নয়ন।
সখা কেন বুঝোনা,আমারে একা রেখে ঘরে দূর পরবাসে যাও চলে ক্ষুধায়।
আমার বিচ্ছেদে জীবন যৌবন কাঁদে ব্যথার যাতনায় অসহায়।
তুমি চলে গেলে আমার এ-মন খুঁজবে তোমারে ভরানদীর বাঁকে বাঁকে সর্বদায়।