বগুড়ায় করোনা ইউনিটের অক্সিজেন মিটার চুরি করে ক্লিনিকে বিক্রি, গ্রেফতার ৩

করোনা মোকাবেলায় বগুড়ার সরকারী আইসোলেশন কেন্দ্র শহরের ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের (করোনা ইউনিট) দুইটি অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে বেসরকারী
ক্লিনিকে বিক্রির ঘটনায় চুরি যাওয়া মিটারগুলো উদ্ধারপূর্বক বিক্রেতা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এবং ক্রেতা বেসরকারী একটি ক্লিনিকের
ম্যানেজারসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আলী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লাল (৩৫), শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম (৪০) এবং ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়া (৫০)।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম রবি জানান, শুক্রবার
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল হাসপাতাল থেকে দুইটি অক্সিজেন মিটার চুরি হয়েছে মর্মে থানায় অবগত
করেন। পরে সেখানে গিয়ে সার্বিক দিক পর্যালোচনা করে পরিচ্ছন্নতাকর্মী হীরা লালের ওপর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হীরা জানান, তিনি সেগুলো চুরি করে ১৩ হাজার টাকায় বগুড়া শহরের শান্ত পলি নামের একটি
ক্লিনিকে বিক্রি করেছেন। পরে শান্ত পলি ক্লিনিকে গিয়ে ম্যানেজার ফেরদৌস আলমকে জিজ্ঞাসাবাদ করলে তিনিও বিষয়টি স্বীকার করেন। পরে শুক্রবার রাতেই সেখান থেকে অক্সিজেন মিটার দুইটি উদ্ধার করা হয় এবং এই কাজে জড়িত থাকার অপরাধে ম্যানেজারসহ ওই ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়াকেও গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, করোনা দুর্যোগের এই ক্রান্তিকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর দ্বারা এমন ঘটনা ঘটা সত্যিই দু:খজনক। তিনি জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল বাদী হয়ে মামলা করেছেন এবং ইতিমধ্যেই গ্রেফতারকৃত ৩ জনকেই শনিবার দুপুরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।