কৃষির উন্নয়নে ঈশ্বরদীতে কৃষক-কামার-উপজাতি ও পুলিশের মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘নতুন বাংলাদেশ সৃষ্টিতে কৃষিই হবে বড় শক্তি’ এই স্লোগাণে ঈশ্বরদীতে কৃষক-কামার-উপজাতি ও পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে মুলাডুলির পতিরাজপুর জোয়াদ্দার মৎস্য খামারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষকের অন্তরে আত্মবিশ্বাসের জয়াগা তৈরীতে রাষ্ট্রিয় কাঠামোয় একটি বড় অংশ বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই নতুন বাংলাদেশ সৃষ্টিতে পুলিশ ও কৃষকের বন্ধুত্ব গড়ে তোলাই হবে রোল মডেল। নতুন উচ্চতায় কৃষকের বন্ধু হবে বাংলাদেশ পুলিশ।

সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান বলেন, কৃষি বাংলাদেশের প্রাণ। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচেনে কৃষির রয়েছে অবদান। কৃষি আমাদের খাদ্য, বস্ত্র ও ঔষধের কাঁচামাল যোগায়। কৃষকের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এনজিও ও কৃষি বিভাগের সাথে সমন্বয় সাধন প্রয়োজন।

আইন মেনে কৃষিপণ্য সড়কে চলাচলে বাধাগ্রস্থতা দূরীকরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা কৃষকের পাশে থেকে নিরাপত্তার জন্য সকল সহযোগীতা দিতে প্রস্তুত। কৃষকদের সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরো বলেন, সংগঠন হতে হবে অরাজনৈতিক এবং প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। রাজশাহীতে কৃণি পণ্যের বিক্রয়কেন্দ্র খোলার বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কামারদেরও ট্রেনিং এর ব্যবস্থা এবং কৃষি যন্ত্রপাতির বিক্রয়কেন্দ্র খুলতে হবে। উপজাতিদের জন্য ত্রাণ সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভার সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে পুলিশের বিশেষ ভূমিকার জন্য ১৪ দফা সুপারিশ উপস্থাপন করেন। কৃষিপণ্য পরিবহনে সড়কে ব্যাটারি ও ইঞ্জিনচালিত যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুব্যবস্থার দাবী জানিয়ে তিনি বলেন, বিশ্বরোড, হাইওয়ের সংযোগস্থল ও বিভিন্ন মোড়ে নিরাপত্তার নামে পুলিশী হয়রাণির পরিবর্তে সহযোগীতার উদাহরণ সৃষ্টি করতে হবে।

জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ কৃষক ও পুলিশের সেতুবন্ধন তৈরীতে পদক্ষেপ গ্রহনের আহব্বান জানিয়ে বলেন, অবহেলিত এক জনগোষ্ঠির নাম কামার। কৃষি যন্ত্রপাতি তৈরীতে তাদের সুপ্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন প্রয়োজন।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ ট্রেনিং এর পুলিশ সুপার বিলাল হোসেন ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পদকপ্রাপ্ত আব্দুল জলিল কিতাব মন্ডল, খামার মালিক মোতালেব জোয়াদ্দার প্রমূখ।