মেজবাউল হাসান
হায়রে মানুষ হয়ে বেহুশ
কি করছিস তোরা
তোদের কাছে জিম্মি আজ
সহজ সরল যারা।
ধ্যনে জ্ঞানে শ্রেষ্ঠ তোরা
এ পৃথিবীর মাঝে
জ্ঞান হারিয়ে নিজকে নিয়ে
রইলি শুধু মজে।
জ্ঞান বুদ্ধি সবই আছে
লাগছে নাতো কাজে
বিবেক নিয়ে ভাবছিস নাতো
ভাবছিস আজে বাজে।
কোথায় তোর বিবেক আজ
সব ফেলেছিস খেয়ে ?
বিবেকহীন মানুষ যারা
তুচ্ছ পশুর চেয়ে।
নিজকে নিয়ে জপলি শুধু
ভাবলি নাতো পরের তরে
পরের ধনের পোদ্দারিতে
জমা করলি নিজের ঘরে।
ধ্যন হারিয়ে জ্ঞান হারিয়ে
কিসের তোরা খোঁজে
মনের হিসাব করতো দেখি
চোখটা একবার বুজে।
নিজের প্রচার করলি শুধু
পরের বেলায় শুন্য
মানব তরে আছেন যারা
করলি নাতো মান্য।
মানুষ নামে জন্ম নিয়ে
মানুষ হতে পারলিনা
মিথ্যা নিয়ে ভাবলি শুধু
সত্য নিয়ে ভাবলিনা।
বাহুবলে করলি দখল
বৈধ কিনা দেখলি না
পাহাড় সম সম্পদ গড়লি
উদর তবুও ভরলোনা।
জীবন নিয়ে ভাবলি শুধু
আকাশ সম কল্পনা
জীবন যে তোর সল্প সময়
কিছুই এসব রবেনা।
পাইলি যাহা করলি সাবাড়
হারাম হালাল খুজলিনা
গরীব যারা তাদের তরে
কিছুই তোরা রাখলিনা।
নিজের তরে ভাবলি শুধু
পাহাড় সম কল্পনা
সময় যখন ফুরিয়ে আসবে
শেষ হবে তোর জল্পনা।
মানুষ যদি হয়ে থাকিস
বিবেক থাকতে হবে
বিবেক যাদের নাইকো তাদের
ঘৃণা করে সবে।
ভাবতো এবার বিবেক দিয়ে
সারাজীবন করলি কি
লোভ লালসা ছেড়ে এবার
সৎ জীবন গড়তো দেখি।
সব কিছু ছেড়ে এবার
থামরে পাগলা থাম
মানব সেবক হয়ে দেখা
আসল কামের কাম।