ছাতকে রেড জোন ঘোষনা

সুনামগঞ্জের ছাতকে পৌরসভাসহ চার ইউনিয়ন রেড জোন’ ঘোষণা করে লকডাউন জোরদার করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ঘন্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়। গত ১৪ই জুন রোববার রাতে ইউএনও মোঃ গোলাম কবির ছাতক পৌরসভা সহ নোয়ারাই, কালারুকা, গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজার ইউনিয়নকে রেড জোন হিসাবে সামাজিক যোগাযোগ গনমাধ্যমে এ ঘোষনা করে একটি পোষ্ট করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব চক্রবর্তী জানান, উপজেলায় এখন পর্যন্ত ১৬১
জনের করোনা শনাক্ত হয়েছে। ৩ জন মারা গেছে, ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ইউএনও মোঃ গোলাম কবির জানান, রেড জোনে প্রশাসনের কড়া নজরদারি থাকবে এসব এলাকায়। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলতে হবে এবং চলাচল করতে হবে। মাস্ক না
পরলে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হলে জরিমানা করা হবে