নাটোর প্রতিনিধি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ‘দেশব্যাপী গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই ¯ে¬াগানকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে বনজ, ফলজ ও ঔষধী এই তিন ধরনের গাছ রোপন করার নির্দেশে দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।নাটোরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব বৃক্ষরোপন করলো নেতাকর্মীরা । সোমবার বিকেলে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম । স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা পুরো শহরে এক হাজার ফলজ,বনজ,ঔষধিসহ বিভন্ন চারা রোপন করবেন ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ স¤পাদক সৈয়দ মোর্তেজা আলী বাবলু, জেলা যুবলীগ সাধারণ স¤পাদক রুহুল আমিন বিপ্লব,জেলা পরিষদ সদস্য আ›জুয়ারা রতœা,স্বেচছাসেবক লীগ নেতা মলয় রায়,মেহেদী হোসেন শুভ,জহুরুল ইসলাম সুক্কু ।আহম্মেদ সেলিম বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বৃক্ষরোপন অব্যাহত রখবো ।