মধ্যনগর সদর বাজারে রোডে মাছের টেংকি চলাচলে ব্যাঘাত দেখার কেউ নেই

ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর থানা সদর বাজারের সবকটি রোডে বিভিন্ন মালামাল রেখে চলাফেরায় ব্যাঘাত করছে বাজারের ব্যবসায়ীরা। মাছের   আড়ৎ ব্যবসায়ীরা রোডের মাঝে রাখছে  অসংখ্য মাছের ট্যাংকি। এতে করে বাজারে আগত জনসাধারণের চলাচলের ব্যাঘাত হওয়ার অভিযোগ উঠেছে, এবং রাস্তায় জমে থাকে মাছের আবর্জনা ময়লা দূষিত পানির উপর দিয়ে চলাচল করতে হয় বাজার মুখি মানুষেরা। মধ্যনগর বাজারে যে পরিমান রাস্তা থাকার কথা সে পরিমান নেই, এরমধ্য বিভিন্ন মালামাল রেখে রাস্তাটি ছোট করে রাখা হয়,মাত্র ৪ থেকে ৫ ফুট রাস্তা দিয়ে জনচলাচল করতে হয়। মাছের ট্যাংকি গুলো রাস্তায় বছরের পর বছর পরে থাকতে চোখে পড়ে সর্বস্তরের জনমানুষের। হাওর অঞ্চলের রাজধানী মধ্যনগর নামক বাজারটি প্রতি শনিবারে হাট বসে, হাটে আসা যাওয়া অনেক মানুষ চলাফেরায় আঘাত পেয়ে জখমের  ঘটনাও ঘটার অভিযোগ পাওয়া গেছে। অনির্বাণ আদর্শ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্টানের বহু ছাত্র ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে  মাছের ট্যাংকির পানিতে হুচট খেয়ে জখমি হয়েছে। জনগনের চলাফেরা ও বাজারে রাস্তার অসমঞ্জস্যতার বিষয়টির কথা জানতে চাইলে স্হানীয় সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল’ তিনি  বলেন -আমি মাছের আড়ৎদারদের এগুলো রাস্তা থেকে সড়িয়ে নেয়ার নির্দেশ দিয়েছি,দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছি এবং এরি মধ্যে  ৩ দিনের সময় চেয়েছেন তারা।