কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলাম। শুক্রবার বিকালে টাঙ্গাইলের উপশহর কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যন্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ এনামুল হকের সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক খ. আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহণ করেন।