ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সুনামগঞ্জ
জেলার পশ্চিম অনঞ্চলের ৪ থানা উপজেলার বহিরাগমন হওয়ায় মধ্যনগর থানা সহ
ধর্মপাশা উপজেলা ও তাহিরপুর উপজেলার করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
আশংকাজনক হারে বেড়েছে বহির্গত পাগল,ভিক্ষুক, ব্যবসায়ী বা বিভিন্ন জেলা থেকে
আসা যাওয়ার লুকজন,আর এ শ্রেণির মানুষেরাই হতে পারে চলমান করোনা
পরিস্হিতিতে করোনা ভাইরাস সংক্রমণের মারাত্মক বাহক। এসব থানা এবং উপজেলার
বিভিন্ন এলাকার ট্রলার,ফেরিঘাট,বাসস্ট্যান্ড বাসটার্মিনাল,বাজারে বিভিন্ন
জেলার বহিরাগত মস্তিষ্ক বিকৃতি উন্মাদ ও ভবঘুরে ভিক্ষুকদের আনাগোনা দেখা
যায় এবং বিভিন্ন জেলার ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী,বিভিন্ন পেশার লুকজনের
নিদৃষ্ট কোনো স্হায়ীত্ত ঠিকনা নেই, যে যখন তখন যেখানে যেভাবে পারছে খেয়াল
খুশিমতো চলাফেরা করছে। তাই করোনা সংক্রমণ ছড়ানোর আশংকা বাড়ছে, বর্তমানে
চলমান করোনা পরিস্হিতির দুর্যোগ কালীন সময়ে এপরিবেশ রয়েছে ভয়ংকর ঝুঁকিতে।
এঅবস্হায় তাদের দ্বারায় এলাকার যে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে,এমন
পরিস্হিতিতে সাধারন দরিদ্র হতদরিদ্রদের সহায়ক পাশাপাশি মানবিক সহায়তার
মাধ্যমে তাদেরকে নিরাপত্তার আওতায় আনা না হলে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে এসব
এলাকার করোনা ভাইরাস পরিস্হিতি।