বগুড়ায় নতুন করে আরো ৯৮ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরো ৯৮ জন  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বগুড়া শজিমেকে ৬৫ জন এবং টিএমএসএস হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৩ জন শনাক্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ১ হাজার ১৩৫ জন।বৃহস্পতিবার রাত নয়টার ভিডিও বার্তার মাধ্যমে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও জেলায় শজিমেকের ল্যাবে দুই ধাপে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলো নমুনাই ছিল বগুড়ার। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৬৫ জন। টিএমএসএসে নমুনা সংগ্রহ করা হয় ৯৪টি। এতে বগুড়ার নমুনা ছিল ৭৪টি। শনাক্ত হয়েছে ৩৩ জন। বৃহস্পতিবারের আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও শিশু ১০ জন। শজিমেকের গাইবান্ধার একজন করোনায় আক্রান্ত হন। আর টিএমএসএসে বাকি ২০টি নমুনার মধ্যে ৮টি পজিটিভ হয়। বৃহস্পতিবারে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগ জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, মালতিনগর, রহমাননগর, নারুলী ও গোকুল এলাকার বাসিন্দা। এ ছাড়া সারিয়াকান্দি উপজেলার এক পরিবারের চার জন সদস্য করোনায় শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ডা: তুহিন। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে বরাবরের মত আজকেও সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। বৃহস্পতিবারের তথ্যে সদরে আক্রান্তের সংখ্যা ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদিঘীতে ৫ জন। কাহালু ও শিবগঞ্জ উপজেলায় ৪ জন করে মোট ৮ জন। শাজাহানপুর, গাবতলী ও ধুনটে ২ জন করে মোট ৬ জন। এবং শেরপুরে একজন শনাক্ত হয়েছেন। তবে বৃহস্পতিবারে মোহাম্মদ আলী হাসপাতালে ২ জন করোনা রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন। আর সদরে আরও ১০ জন হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৮৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।