বগুড়ায় নতুন করে ৮২ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এর মধ্যে বগুড়া শজিমেকে’র ফলাফলে ৫৯ জন এবং টিএমএসএস এর ফলাফলে ২৩ জন শনাক্ত। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হলো ১ হাজার ৩৭ জন।বুধবার রাত ৯টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, জেলায় শজিমেকের ল্যাবে দুই ধাপে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বুধবারের সবগুলো নমুনাই বগুড়ার। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৫৯ জন। টিএমএসএসে নমুনা সংগ্রহ করা হয় ৭৬টি। বগুড়ার ৭০টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ২৩ জন। বাকি ৬টি নমুনা গাইবান্ধা, নওগাঁ, নাটোর ও কুষ্টিয়া জেলার।বুধবারের আক্রান্তের মধ্যে পুরুষ রোগী ৬৩ জন, নারী ১৭ জন ও শিশু ২ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট পুরুষ রোগী ৭৩৭, নারী ২৪২ ও শিশু ৫৮ জন। বুধবারে ফলাফলে পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, গৃহিনী সহ যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে মর্মে জানা যায়। তবে বুধবারে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে একজন ব্যক্তি সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৭৩ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। ডা. মোস্তাফিজুর রহমান জানান, বুধবারের শজিমেকে শনাক্তরা বেশিরভাগ চুড়িপট্টি, নারুলী, নাটাইপাড়া, নামাজগড়, জলেশ্বরীতলা ও ঠনঠনিয়া এলাকার বাসিন্দা।