কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর সাবরেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকালে কিশোরগঞ্জ
সদর সাবরেজিষ্টার কার্যালয়ের চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন দলিল লেখক লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক
চেয়ারম্যান, ফারুক আহম্মেদ, আলমগীর হোসেন, মকবুল হোসেন, প্রমুখ।
দলিল লেখকের অভিযোগ – সদর সাবরেজিষ্টার কার্যালয়ে খন্ডকালীন সাবরেজিষ্টার দায়িত্ত পালনকারী এম নাফিজ খান জামান দায়িত্ব
গ্রহনের পর থেকে অফিসে সরকারী নিয়ম নীতির তোওয়াক্কা না করে অনৈতিকভাবে দলিল প্রতি দুই থেকে পাচঁ হাজার টাকা অতিরিক্ত
আদায় করে আসছেন। সেই সাথে দলিল গ্রহিতাদের নিকট থেকে কৌশলে উৎকুশ আদায়ের চেষ্টা করেন। সদর রেজিষ্টার কার্যালয়ে তালিকাভুক্ত দলিল লেখক ও ভূমির দাতা গ্রহিতারা গতকাল রবিবার এর
প্রতিবাদ করেন। প্রতিবাদের এক পর্যায় সাবরেজিষ্টার এজলাসে উপস্থিত থাকা দলিল দাতা গ্রহিতাদের সামনে নগত অর্থ চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ড শুরু হয়্ । এক পর্যায়ে তিনি
এজলাস ছেড়ে তার খাস কামড়ায় অবস্থায় নেয়। এ সময় সাবরেজিষ্টার কার্যালয় উৎতক্ত পরিস্ত্রিতি সৃষ্টি হয় । এ দিকে সাবরেজিস্টার এই ঘটনাটি আড়াল করতে দলিল লেখকদের বিরুদ্ধে অভিযোগ এনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা রজু করেন।
তারই প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা সাবরেজিষ্টারের বিরুদ্ধে আনিত অভিযোগের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তার মাঝে উল্লেখযোগ্য সাবরেজিষ্টারে পূর্বের কর্মস্থল নরসিংদী জেলার বেলাবর উপজেলার অভিযোগের
ভিডিও ফুটেজ এম নাফিজ খান জামান এর অনিয়ম দুর্নীতি নিয়ে ইন্ডিপেন্ডডেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। বক্তারা মিথ্যা মামলা তুলে না নিলে দুর্নীতিবাজ সাবরেজিষ্টারের বিরুদ্ধে কঠিন কর্মসূচি গ্রহন করবেন বলে জানিয়েছেন।